৮ দিন পর যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ! - FoisalKhan24BD.com

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

الأحد، 24 أكتوبر 2021

৮ দিন পর যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ!

আর মাত্র ৮ দিন। এরপরই নতুন নিয়ম অনুযায়ী একাধিক ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং সুবিধা। আগামী ১ নভেম্বর থেকেই চালু হবে নতুন এ নিয়ম।

ফয়সালখান২৪বিডি অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপের তরফ থেকে আগেই বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ফলে যারা এ ধরনের পুরাতন মডেলের ফোন ব্যবহার করছে তারা আগামী ১ নভেম্বর থেকে আর অ্যাপসটি ব্যবহার করতে পারবে না। তাদের ক্ষেত্রে নতুন ফোন ক্রয় করতে হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যারা এখনো ৪.০.৪ বা তার চেয়ে কম ভার্সনের স্মার্টফোন ব্যবহার করছেন তাদের উচিত ফোনের ভার্সন আপডেট করে নেওয়া বা নতুন ডিভাইসে অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে নেওয়া। অন্তত চ্যাটের ব্যাকআপ নিয়ে রাখার পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

যেসব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ :

– স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২

-এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু

-সনি এক্সপিরিয়া

-হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু

-অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস


হোয়াটসঅ্যাপ মাঝেমধ্যেই অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। আর এটা হলে কিছু কিছু স্মার্টফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আর কাজ করে না।

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা সবসময়েই দাবি করেছে, অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই।


মন্তব্য-

ليست هناك تعليقات:

إرسال تعليق

Featured Post

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা পরিবর্তনের সুযোগ আসছে!

  ফয়সালখান২৪বিডি অনলাইন ডেস্ক : বন্ধু বা পরিচিতদের কাছে পাঠানো বার্তায় বানান বা তথ্য ভুল থাকলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়...

Post Bottom Ad

Responsive Ads Here

Pages