ম্যাসেজিং অ্যাপস এর ক্ষেত্রে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। তাই গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে।
ফয়সালখান২৪বিডি অনলাইন ডেস্ক : প্রযুক্তির খবর রাখা ওয়াবইটা ইনফোর তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। মূলত স্ট্যাটাস আপডেটের জন্য আনডো বাটন নামে একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ স্টোরিতে যেসব ছবি প্রকাশ করা হয় তা ইনস্টাগ্রামের মতো ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। এছাড়া ভুলবশত যদি কিছু হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে যায় তা ডিলিট করার সুযোগ এখন রয়েছে। কিন্তু নতুন ফিচারে এটিকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেওয়া যাবে এবং চাইলে অনিচ্ছাকৃত কোনো স্টোরি আপডেট করে দেওয়ার সুযোগ থাকবে।
নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা ভার্জন ২.২১.২২.৬ এ যুক্ত করা হয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সন ২.২১.২২.৫ তেও এ সুবিধা পাওয়া যাবে।
সূত্র: জিইও নিউজ
মন্তব্য-
ليست هناك تعليقات:
إرسال تعليق