ফয়সালখান২৪বিডি অনলাইন ডেস্ক : পরিবর্তিত হতে পারে ফেসবুকের নাম। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ফেসবুক। সম্প্রতি ফেসবুকে নাম পরিবর্তন হতে পারে এমনটাই ঘোষণা করেছেন ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ। দ্য ভার্জের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে আগামী 28 শে অক্টোবর কোম্পানির নতুন নাম ঘোষণা করবেন ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ।
কি নাম হতে পারে ফেসবুকের? : অনেকেই অনুমান করছেন ফেসবুকের নাম বদলে হতে পারে এফবি । আবার অনেকে বলছেন ফেসবুকের নাম হতে পারে দ্য ফেসবুক । দ্য ভার্জ ওয়েবসাইটে সর্বপ্রথম ফেসবুকের নাম পরিবর্তনের খবরটি প্রকাশ সে এসেছিল সেখানে বলা হয়েছিল কোম্পানির নতুন নামের সাথে হরাইজনের যোগাযোগ থাকতে চলেছে। এই মুহূর্তে নতুন ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্ম তৈরি করছে ফেসবুক। সেই প্রোডাক্ট কে প্রকাশ্যে নিয়ে আসতেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে।কয়েকমাস ধরেই মেটাভার্স নিয়ে পর্যালোচনা করছেন মার্ক জুকেরবার্গ। কোম্পানির প্রাক্তন সিভিক ইন্টেগ্রিটি প্রধান সমীর চক্রবর্তী বলেছেন , কোম্পানির নাম সম্ভবত হতে চলেছে মেটা। নাম পরিবর্তনের পর এই ফেসবুক সোশ্যাল মিডিয়া কোম্পানি থেকে মেটাভার্স কোম্পানিতে রূপান্তরিত হতে পারে । গত ২০১৭ সালে ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ এর স্ত্রী চ্যান জুকেরবার্গ 'ইনিশিয়েটিভ মেটা' নামক এক কোম্পানি অধিগ্রহণ করেছিলেন। দ্য ভার্জে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে কোম্পানির আওতাধীন ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ব্র্যান্ডগুলি আলাদা ভাবে কাজ করতে থাকবে।
সূত্রঃ আকাশ বার্তা
মন্তব্য
ليست هناك تعليقات:
إرسال تعليق